৭ মার্চ রেসকোর্স ময়দানে দেয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে তথ্য ভবনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, ৭ মার্চের ভাষণ বিশ্ব ইতিহাসের অনন্য দলিল হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এই ভাষণের মধ্য দিয়ে একটি জাতি তৈরি হয়েছে। শ্রেষ্ঠ ভাষণ বলেই জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, ’৭৫ সালের পর ৭ মার্চের ভাষণ বাজানোর অপরাধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সরকার অনেককেই গ্রেফতার করেছিল। যারা ৭ মার্চকে অস্বীকার করে, ৭ মার্চের ভাষণকে অস্বীকার করে, স্বাধীনতা-সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস আছে তাদের এ নিয়ে প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী।
/এমএন
Leave a reply