আলোচিত ‘তোশাখানা মামলায়’ আজ মঙ্গলবার (৭ মার্চ) ইসলামাবাদ উচ্চ আদালতে হাজিরা দেননি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে শুনানির নির্দিষ্ট সময়ের পরও আইনজীবীদের আরও অতিরিক্ত ৩০ মিনিট দেন বিচারপতি। এ সময়, ঠিক কোন সময়ে পিটিআই চেয়ারপার্সন উপস্থিত হতে পারবেন- সেটা নিশ্চিত করার নির্দেশ দেন।
মঙ্গলবারের শুনানিতে, ইমরানের আইনজীবী দল তার বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন করেন। সে সময়ই, সাবেক প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি আবারও সামনে আসে। এর আগে, গত সপ্তাহে জারিকৃত ওয়ারেন্টের বিষয়ও স্পষ্ট করেন বিচারপতি ওমর ফারুক। তিনি বলেন, এর মানে গ্রেফতারি পরোয়ানা নয়।
প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবরে পাকিস্তানের নির্বাচন কমিশন জানায়, তোশাখানা বা সরকার প্রধানদের উপহার যেখানে রাখা হয়; সেখান থেকে বিনা অনুমতিতে উপহার সরিয়েছেন ইমরান খান। শুধু তাই নয়, দামী বস্তুসামগ্রী বিক্রিও করেছেন ইমরান খান।
/এসএইচ
Leave a reply