বৃদ্ধের কিডনি থেকে বের হলো ৩০০টি পাথর

|

ছবি: সংগৃহীত

হায়দ্রবাদের এশিয়ান ইন্সটিটিউট অফ নেফ্রোলজি এন্ড ইউরোলজির চিকিৎসকরা ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের কিডনি থেকে ৩০০টি পাথর বের করেছে। খবর গালফ নিউজ‘র।

প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে প্রচণ্ড কোমর ব্যথায় ভুগছিলেন তেলেঙ্গানার বাসিন্দা ৭৫ বছরের বৃদ্ধ এম রাম রেড্ডি। প্রথম প্রথম ব্যথা এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসকের কাছে যান তিনি।

চিকিৎসক ইউএসজি ও সিটি স্ক্যান পরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষা করতেই দেখা যায়, একটি বিশাল বড় পাথর আটকে রয়েছে ডান কিডনিতে। ৭ সেমির থেকেও বড় ছিল ওই পাথরটি।

চিকিৎসক মুহাম্মদ তাইফ বেন্ডিজেরি সংবাদমাধ্যমকে বলেন, ৭ সেমি থেকে ১৫ সেমি লম্বা পাথর প্রায়ই কিডনিতে দেখা যায়‌। কিন্তু ৭ সেমির থেকে বড় পাথর কিডনিতে থাকলে তা থেকে ভীষণ ব্যথা হয়। শুধু তাই নয়, বেশি বয়সে এমন ব্যথা সহ্য করাও কঠিন।

তার কথায় ৫ মিলিমিটার ছোট্ট ছিদ্র করা হয়েছিল কিডনিতে। তার মধ্যে দিয়ে ৭ সেমির বেশি লম্বা পাথরটিকে বের করতে হতো। তাই ৩০০টি ছোট টুকরোয় ভেঙে বেরর করা হয় সেটিকে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply