রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ হস্তান্তরের সাথে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে দিচ্ছেন জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে ঘটা এ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় রাত ১২টা পর্যন্ত নিহত ১৮ জনের নাম পরিচয় জানা গেছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
নিহতরা হলেন, ঢাকা বংশালের ১নং সুরিটোলার মমিনের ছেলে মো. সুমন (২১), বরিশালের কাজিরহাট থানার চর সন্তোষপুরের মৃত দুলাল মৃধার ছেলে ইসহাক মৃধা (৩৫), ঢাকার যাত্রাবাড়ীর পশ্চিমপাড়ার মোশাররফ হোসেনের ছেলে মুনসুর হোসেন (৪০), পুরান ঢাকার আলুবাজারের ৯৭ লুৎফর রহমান লেনের মৃত হোসেন আলীর ছেলে মো. ইসমাইল (৪২), চাঁদপুরের মতলবের পশ্চিম লালপুরের বিল্লাল হোসেনের ছেলে আল আমিন (২৩), ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ চৈনকুটিয়ার মাস্টার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে রাহাত (১৮), পুরান ঢাকার চকবাজার থানার ১১৫/৭/৫ ইসলামবাগের আবুল হাসেমের ছেলে মমিনুল ইসলাম (৩৮), পুরান ঢাকার চকবাজার থানার ১১৫/৭/৫ ইসলামবাগের মৃত মমিনুল ইসলামের স্ত্রী নদী বেগম (৩৬), মুন্সীগঞ্জ সদরের সৈয়দপুর গ্রামের মৃত ছমির উদ্দিন আকনের ছেলে মাঈন উদ্দিন (৫০), পুরান ঢাকার বংশালের ৪৭নং কেপি ঘোষ স্ট্রিটের ইউনুছ হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৫), মানিকগঞ্জ সদরের চর বেউথা গ্রামের মৃত শেখ সাহেব আলীর ছেলে ওবায়দুল হাসান বাবুল (৫৫), মুন্সীগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আবু জাফর সিদ্দিক (৩৪), পুরান ঢাকার বংশালের ১৮/১ আগামাসি লেনের মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী আকুতি বেগম (৭০), ঢাকার যাত্রাবাড়ীর মীর হাজারীবাগের মৃত কালাচান মিরের ছেলে মো. ইদ্রিস মির (৬০), ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃত আলি মোহাম্মদ ভূঁইয়ার ছেলে নুরুল ইসলাম ভূইয়া (৫৫), পুরান ঢাকার বংশালের সিদ্দিকবাজারের জাবেদ গলির হৃদয় (২০), মো. সম্রাট (২২) ও ১৮ মোহাম্মদ সিয়াম (২০)।
/এনএএস
Leave a reply