ফায়ার সার্ভিস কর্মীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম

|

ছবি : সংগৃহীত

ফায়ার সার্ভিস খাতে কর্মী ঘাটতি কমানো এবং অবসরের বয়সসীমা হ্রাসের দাবিতে বিক্ষোভে উত্তাল বেলজিয়াম। মঙ্গলবার (৭ মার্চ) দেশটির রাজধানী ব্রাসেলসে আন্দোলনে অংশ নেন হাজারো দমকলকর্মী। খবর রয়টার্সের।

তাদের দাবি- সুরক্ষিত কর্মক্ষেত্র, বাজেট বৃদ্ধি, অতিরিক্ত কর্মী নিয়োগ এবং অবসরের বয়সসীমা কমানো। বিক্ষোভকারীরা এদিন প্রধানমন্ত্রীর অফিস এবং পার্লামেন্টের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তবে কিছু সময় পরই ইউরোপিয়ান কমিশনের অফিসে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায় তারা। এ সময় ভাঙচুরও চালায় আন্দোলনকারীরা।

পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। একপর্যায়ে লাঠি চার্জের মাধ্যমে বিক্ষোভকারীদের প্রতিহত করতে সক্ষম হয় পুলিশ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply