আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল গতকাল গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় আহতের দেখতে শেখ হাসিনা বার্ন ইউনিটে গিয়েছেন।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রোগীদের দেখতে এসেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। দুর্ঘটনায় আহতদের সব ধরনের চিকিৎসা সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, যে ঘটনাগুলো ঘটছে সেটা তদন্ত করা হবে। এটার মধ্যে কারোর কোনো দুর্বলতা আছে কিনা, ব্যর্থতা আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। কোনো নাশকতা বা ষড়যন্ত্র আছে কিনা সেটাও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে স্বজনদের কাছ থেকে জানা গেছে।
ইউএইচ/
Leave a reply