মেক্সিকোয় অপহৃত মার্কিনীদের ২ জনের মৃত্যু; বাকিরা জীবিত উদ্ধার

|

ছবি : সংগৃহীত

মেক্সিকোয় অপহৃত চার মার্কিনীর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ২ জনকে যৌথ বাহিনীর অভিযানে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে হোয়াইট হাউস। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, হতাহত ওই মার্কিনীদের ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।

গত ৩ মার্চ টেক্সাস সীমান্তবর্তী মেক্সিকান শহর মাতামোরসে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায় মার্কিনীদের গাড়িতে। এ সময় অপহরণ করে ৪ জনকে। তাদের ফিরিয়ে দিতে ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে এফবিআই। গত কয়েকদিনের অভিযানের পর মঙ্গলবার উদ্ধার করা হয় মার্কিনীদের।

এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। শোক প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রেদর। জড়িতদের গ্রেফতার ও সাজা নিশ্চিতে একসাথে কাজের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো। প্রাথমিক তদন্ত বলছে, সন্ত্রাসী গোষ্ঠী গালফ কার্টেল এ ঘটনার সাথে সম্পৃক্ত।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply