সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। কৃষক কেষ্ট সরকার (৬০) দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙা গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন অর্পন সরকার জানান, ধানক্ষেতের চারপাশে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দেয়া ছিল। রাতে সংযোগ দিয়ে সকালে আবার ক্ষেতে যায়। তবে ভুলবশত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেননি তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। হাতের কিছু অংশ পুড়ে গেছে। ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
ইউএইচ/
Leave a reply