ছাঁটাইকৃত কর্মীর কাছে ক্ষমা চাইলেন ইলন মাস্ক

|

ছবি: সংগৃহীত

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক প্রতিষ্ঠানটির ছাঁটাইকৃত এক কর্মীর কাছে ক্ষমা চেয়েছেন। খবর বিবিসি‘র।

হাল্লি থরলিফসন নামের এক কর্মী টুইট করে মাস্ককে বলেন, আমার চাকরি আছে না নেই, তা নিশ্চিত করতে পারেনি আপনার মানবসম্পদ বিভাগের প্রধান। উত্তরে মাস্ক বলেন, আপনি কী নিয়ে কাজ করছিলেন?

বেশ কয়েক দফা প্রশ্নোত্তরের পর থরলিফসন জানান, তিনি একটি ইমেইল পান। সেই ইমেইলে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়।

পরে মঙ্গলবার (৭ মার্চ) মাস্ক এই টুইটের উত্তরে থরলিফসনকে ‘সবচেয়ে খারাপ’ কর্মী হিসেবে বর্ণনা করে টুইট করেন। পরবর্তীতে তিনি ওই টুইট মুছেও দেন।

তবে কয়েক ঘণ্টা পর মত বদলে থরলিফসনের কাছে ক্ষমা চান ইলন মাস্ক। পাশাপাশি থরলিফসনকে তার চাকরি ফিরিয়ে দেয়ার প্রস্তাবও দেন তিনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply