তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ১০০ বিলিয়ন ডলার

|

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ১০০ বিলিয়ন ডলার। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি’র প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

সংস্থাটির হিসাব অনুযায়ী যে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে, তা কাটিয়ে উঠতে প্রয়োজন বড় অংকের সহায়তা। আগামী ১০ মার্চ ব্রাসেলসে অনুষ্ঠিত দাতা সম্মেলনে বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানায় ইউএনডিপি।

গেল ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ২ লাখ ঘরবাড়ি-স্থাপনা। প্রাণ হারায় অন্তত ৫৪ হাজার মানুষ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply