গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির বেজমেন্টে থাকা হোটেল ও মার্কেটে জরিপ চালাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আগামী এক সপ্তাহের মধ্যে এ জরিপ চালানো হবে এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে রাজউক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের সদস্য ও যুগ্ম সচিব তন্ময় দাস এ তথ্য জানান।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত ভবনটির বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টে বিস্তারিত থাকবে। আজ দুপুরের মধ্যেই রিপোর্ট প্রকাশ পাবে। ভবনটির ২৪টি কলামের ৯টি ক্ষতিগ্রস্ত। অপসারণ কিংবা ব্যবহার উপযোগী করা যাবে কিনা সে বিষয়ে তদন্ত প্রতিবেদনে সুপারিশ থাকবে।
এএআর/
Leave a reply