অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরতে বিজনেস সামিট: এফবিসিসিআই সভাপতি

|

অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বিজনেস সামিটের আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। তিন দিনের এই সামিটে বিনিয়োগের সম্ভাবনাময় খাত তুলে ধরা হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, গেলো কয়েক দশকে বাংলাদেশে অর্থনীতি বড় হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামোসহ অনেক খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে। পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। একশটির বেশি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। যেখানে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কিন্তু এসব বিষয় বিদেশিদের অনেকেই অবগত নন। বিজনেস সামিটের মাধ্যেমে সক্ষমতার এসব দিকগুলো তুলে ধরা হবে। এখানে খাতভিত্তিক দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ রয়েছে।

আগামী শনিবার (১১ মার্চ) এ সামিট শুরু হবে। ৭টি দেশের মন্ত্রীসহ ৩০ দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply