আফগানিস্তানে আলাদা দুটি স্থানে আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে প্রাণ গেছে অন্তত ২৬ জনের। আহত হয়েছে আরও অনেকে বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে জালালাবাদে একটি সরকারি ভবনের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। পরে দুই বন্দুকধারী ভবনের ভেতরে ঢুকে অনেককে জিম্মি করে ফেলে। জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে আফগান নিরাপত্তা বাহিনী।
কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর জিম্মি দশা শেষ হয়। হত্যা করা হয় দুই হামলাকারীকেও। এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে নানগারহার রাজ্য সরকার।
এদিকে, একইদিনে দেশটির পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে বোমা হামলায় নিহত হয় আরও ১১ জন। এসব হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
যমুনা অনলাইন: কেআর
Leave a reply