আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তালেবান প্রশাসনের প্রাদেশিক গভর্নর নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। খবর বিবিসির।
এ হামলায় গভর্নর দাউদ মুজ্জামিলসহ অন্তত আরও দু’জন নিহত হয়েছেন। তালেবানের আইএস বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন জ্যৈষ্ঠ এই নেতা।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দেশটির প্রাদেশিক রাজধানী মাজার ই শরীফে গভর্নরের কার্যালয়ে এ হামলা হয়। তবে হামলাকারী কীভাবে ভেতরে প্রবেশ করল তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
গেলো বছরের অক্টোবরে মুজ্জামিলকে বালখের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়। বিস্ফোরণে নিরাপত্তাবাহিনীসহ আরো কয়েকজন আহত হয়। তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে বেশ কয়েকটি সশস্ত্র হামলা চালিয়েছে আইএস।
এটিএম/
Leave a reply