প্রথমবারের মতো টি-টোয়ান্টিতে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ জয়ের পর এদিন বেশ হাসিখুশি দেখা গেছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পেয়েছেন ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার। এরপর সাকিব ছুটে যান চট্টগ্রামের দুই কিউরেটর ও মাঠ কর্মীদের কাছে। তার পুরস্কারের অর্থ প্রদান করেন চট্টগ্রামের মাঠকর্মীদের।
চট্টগ্রামের এই মাঠেই ইংলিশদের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। এতে রক্ষা পায় হোয়াইটওয়াশের লজ্জা থেকে। এরপর তো এই ভেন্যুতে বিশ্বচ্যাম্পিয়নদের প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হারানোর স্বাদ পেলো সাকিব বাহিনী।এই দুই ম্যাচে তিন পুরস্কার পাওয়া সাকিব একটি পুরস্কারের সমস্ত অর্থই দিয়ে দিলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠকর্মীদের। প্রতিটি পুরস্কারের অর্থ ছিল ১ লাখ টাকা করে।
বৃহস্পতিবার (৯ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। ম্যাচে বল হাতে ২৬ রানে ১ উইকেট পাওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ২৪ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন সাকিব। এমন অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ শেষে সাকিব জিতে নেন মোস্ট ভ্যাল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কার।
সাকিব মাঠ ছেড়ে যাওয়ার আগে, প্রধান কিউরেটর প্রবীণ হিঙ্গারনিকার ও সহকারী কিউরেটর জাহিদ রেজা বাবুকে এই পুরস্কার বুঝিয়ে দিয়ে যান। বাংলাদেশের ক্রিকেটারদের খেলায় জিতে মাঠকর্মীদের পুরস্কৃত করার ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে এমন ঘটনা দেখা গেছে।
/আরআইএম
Leave a reply