রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরিত ভবনটির ক্ষতিগ্রস্ত পিলার স্থিতিশীল করতে কাজ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তদন্ত কমিটির পরার্মশে নতুন নকশায় কাজ করা হচ্ছে। বসানো হচ্ছে নতুন নতুন লোহার পাইপ।
ফায়ার সার্ভিস চতুর্থ দিনে উদ্ধারকাজ স্থগিত করলেও ঘটনাস্থলে সংস্থাটির একটি পর্যবেক্ষণ দল রাখা হয়েছে। সিটি করপোরেশন ও রাজউককে যাবতীয় সহযোগিতা দিতে টিমটি প্রস্তুত বলে জানানো হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এদিকে রাজউকের একটি দল ভবনটি স্থিতিশীল করতে কাজ চালিয়ে যাচ্ছে। এদিন সকাল থেকে ভবনটিতে পাঁচটি লোহার পাইপ বসানো হয়েছে। স্থিতিশীল করার পরবর্তী ধাপে ভবন ভাঙার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
/এমএন
Leave a reply