আবারও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

|

টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শি জিনপিং। শুক্রবার (১০ মার্চ) ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রায় ৩ হাজার সদস্যের সবাই এ নেতার পক্ষে ভোট দেন। খবর সিএনএনের।

এর মধ্যে দিয়ে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করার আনুষ্ঠানিকতা সারলেন তিনি। অবশ্য গেল অক্টোবরেই শি জিনপিং’য়ের তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। কেননা সেসময় ক্ষমতাসীন কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে ৫ বছরের জন্য পুনর্নিবাচিত হন তিনি। আর পার্টি চেয়ারম্যানই মূলত দেশটির প্রেসিডেন্টের পদ অলংকৃত করেন।

শুক্রবারের এ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গেল ৭ দশকের মধ্যে দেশটির ইতিহাসে দীর্ঘ সময় শাসন করার রেকর্ড গড়তে যাচ্ছেন ৬৯ বছর বয়সী এ নেতা। আগে ২ মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকার বিধান ছিল না চীনে। তবে ২০১৮ সালে সে বিধিনিষেধ প্রত্যাহার করেন শি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply