নেপালের নতুন প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল

|

রাজনৈতিক অস্থিরতার মাঝেই নেপালে অনুষ্ঠিত হল প্রেসিডেন্ট নির্বাচন। নতুন প্রেসিডেন্ট হলেন পার্লামেন্টের প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেসের রামচন্দ্র পাওদেল। খবর আল জাজিরার।

দেশটির তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী সমর্থিত সংসদের সাবেক এই স্পিকার। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউএমএল এর সুভাষ চন্দ্রকে ১৮ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। তবে এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে জোট সরকারের শরীক দল ইউএমএল।

প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এক মাস ধরেই দেশটিতে চলছে রাজনৈতিক অস্থিরতা। বর্তমান প্রধানমন্ত্রী পুষ্প কমল প্রচণ্ড বিরোধী দলের রামচন্দ্রকে সমর্থনের পরই ঘোলাটে হতে থাকে পরিস্থিতি।

বৃহস্পতিবার সকালে পার্লামেন্ট ভবনে শুরু হয় নির্বাচন। ভোট দেন দেশটির কেন্দ্রীয় পার্লামেন্ট ও আইনসভার সদস্যরা। দেশটির কেন্দ্রীয় টেলিভিশন চ্যানেল জানায়, সংসদের উভয় কক্ষের ৫৬৬ জন সদস্য এবং সাতটি প্রাদেশিক পরিষদের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়েছেন। তার জেরেই সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সজোট সরকারের শরীক দল ইউএমএল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply