যমুনা অয়েলের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আশেক এলাহী আর নেই

|

যমুনা অয়েল কোম্পানির সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আশেক এলাহী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান মামুন আব্দুল্লাহ’র সম্পর্কে শ্বশুর।

বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ঢাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর হিলভিউ হাউজিং সোসাইটিতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়াতে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আশেক এলাহী যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ‘ডিভিশনাল ম্যানেজার’ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর অবসরে ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply