আইফোন ১৪ সিরিজের পর্দা উন্মোচন হয় গত বছর। সেই সিরিজে রয়েছে চারটি ফোন- আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। এবার আইফোন ১৪ সিরিজের একটি নতুন কালার মডেল লঞ্চ করা হয়েছে।
আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস’র হলুদ রঙ লঞ্চ করা হয়েছে। খবর ম্যাক রিউমার্স।
হলুদ রঙের আইফোন ১৪’র বেস মডেলের দাম অ্যাপল ওয়েবসাইট অনুযায়ী ৭৯ হাজার ৯০০ টাকা এবং আইফোন ১৪ প্লাস’র দাম ৮৯ হাজার ৯০০ টাকা। এদের মধ্যে আইফোন ১৪ তে রয়েছে একটি ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডআর ওলেড ডিসপ্লে এবং আইফোন ১৪ প্লাসে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির স্ক্রিন। পারফরম্যান্সের জন্য দু’টি ডিভাইসেই রয়েছে অ্যাপল’র শক্তিশালী এ ১৫ বায়োনিক চিপসেট এবং সফটওয়্যার হিসেবে লেটেস্ট আইওএস ১৬ অপারেটিং সিস্টেম।
আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস-এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা ১২ এমপি এবং এটি একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে দু’টি ফোনেই ১২ এমপি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে ১২ এমপি ট্রুডেপথ ক্যামেরা।
/এনএএস
Leave a reply