আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

|

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

চাঁদপুর প্রতিনিধি:

আসন্ন রমজানে বাজারে দ্রব্যমূল্য বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একইসাথে কেউ যেন রমজানের আগে নিত্যপণ্য মজুদ করতে না পারে সে জন্য বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা মাঠে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর পুলিশ লাইনে রোটারি ক্লাব উত্তরার আয়োজনে বৃক্ষরোপণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানের কথা চিন্তা করে ১ কোটি পরিবারের প্রায় ৫ কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য দেয়া হবে। রমজান মাসে যে পরিমাণ নিত্যপণ্য দরকার তা আমাদের কাছে আছে। আশা করি রমজানে দ্রব্যমূল্য বাড়বে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদসহ রোটারি ক্লাব উত্তরার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply