বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগ নিয়েও বারবার হোঁচট খাচ্ছে পিএসজি। আর এর দায় এবার বর্তেছে ফরাসি ক্লাবটির কোচ ক্রিস্তোফ গালতিয়েরের ওপর। তার জায়গায় শোনা যাচ্ছে ফরাসি গ্রেট জিনেদিন জিদানের নাম। মেসি-নেইমার-এমবাপ্পেদের কোচ হিসেবে জিদানকে দেখা যাওয়ার এখনই মোক্ষম সময় নাকি, ক্লাবটির জন্য এই কিংবদন্তিকে নিয়ে আসাটা অলীক কল্পনা; তা নিয়েই হচ্ছে আলোচনা। এমন সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
আক্রমণভাগে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ত্রয়ী রয়েছে ক্লাবটিতে। মেসি-নেইমার-এমবাপ্পেরা যে কোনো রক্ষণ দূর্গের অন্যতম ত্রাসের কারণ। তা সত্ত্বেও চ্যাম্পিয়নস লিগে সফলতা নেই দলটির। তবে এবার কেবল ফুটবলারদের ব্যর্থতা নয়; প্রশ্ন উঠছে কোচের আক্রমণ পরিকল্পনা নিয়েও। যে কারণে প্যারিসের বাতাস ভারী হয়েছে কোচ পরিবর্তনের গুঞ্জনে। আর, সেখানেই ক্রিস্তোফ গালতিয়েরের জায়গায় শোনা যাচ্ছে ফরাসি গ্রেট জিনেদিন জিদানের নাম।
তবে জিদানের ইচ্ছে ছিল জাতীয় দলের ডাগআউট সামলানো। কিন্তু দিদিয়ের দেশমের সাথে ফ্রান্স ফুটবলের নতুন চুক্তি হয়েছে ২০২৬ সাল পর্যন্ত। জিদানের আশা তাই অস্তমিত হয়েছে বহু আগে। কোচিংয়ে ফেরার ব্যাপারে ৫০ বছর বয়সী জিদান হয়তো আরও একবার রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন না। য়্যুভেন্টাসে যেতে পারতেন জিদান। তবে, তুরিনের ক্লাবটিতে যাওয়ার জন্য এটা হয়তো সঠিক সময় নয়। ভাষাগত কারণে তার ইংল্যান্ড কিংবা জার্মানিতে পাড়ি জমানোর বিষয়টাও ক্ষীণ।
এই সব কারণেই জোরালো হচ্ছে পিএসজিতে জিদানের আগমনের সম্ভাবনা। কখনোই ঘটবে না, এমন কথা কখনোই বলা উচিত নয়- ফরাসি গণমাধ্যম লে’কিপকে দেয়া সাক্ষাৎকারে এ কথা আগে বলেছিলেন ফরাসি এই কিংবদন্তি। তাছাড়া, পিএসজির মালিক গোষ্ঠীর দেশের সাথেও ভালো সম্পর্ক রয়েছে জিদানের। বিশ্বকাপের আয়োজক হওয়ার লড়াইয়েও ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের জয়ের নায়কের সহায়তা পেয়েছিল কাতার। জিদানকে পিএসজির ডাগআউটে দেখার সম্ভাবনা তাই হয়তো খুব বেশি অলীক নয়।
আরও পড়ুন: গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি ‘উধাও’ হয়ে যায়!
/এম ই
Leave a reply