দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আজ পঞ্চম দিনের মতো সকাল থেকে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আসাটগেট এলাকায় আড়ং-এর সামনে সড়কের অবস্থান নেয় তারা। নানা দাবিতে তারা শ্লোগান দেয়। বিভিন্ন যানবাহনের লাইসেন্স আছে কিনা তল্লাসি চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া সায়েন্স ল্যাবরেটরি মোড়, শাহবাগ, উত্তরা ও মিরপুর এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা।
Leave a reply