বিক্ষোভের মধ্যেও অবসরের বয়সসীমা বৃদ্ধির অনুমোদন দিলো ফ্রান্সের সিনেট

|

ফ্রান্সে বিক্ষোভ-আন্দোলন স্বত্ত্বেও অবসরের বয়সসীমা বৃদ্ধিতে অনুমোদন দিলো সিনেট। খুব শিগগিরই সেটি আইনে পরিণত করবে ফরাসি পার্লামেন্ট। খবর ফ্রান্স ২৪ এর।

শনিবার (১১ মার্চ) গভীর রাত পর্যন্ত ভোটাভুটিতে অংশ নেন আইনপ্রণেতারা। পেনশন সংস্কার প্রস্তাবের পক্ষে সমর্থন দেন ১৯৫ সিনেটর। বিপক্ষে ছিলেন ১১২ জন।

মূলত অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন। তাতে বাঁচানো সম্ভব বিশাল অংকের বাজেট। সেটিই মানতে নারাজ সাধারণ ফরাসিরা। শনিবারও রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোয় বিক্ষোভ করেন তিন লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। অগ্নিসংযোগ-ভাঙচুর চালানোয় অন্তত ৩২ জন আটক হন।

বুধবার গৃহীত বিলটি পর্যবেক্ষণ করবে পার্লামেন্টের যৌথ কমিটি। এমপিরা সন্তোষ প্রকাশ করলে বৃহস্পতিবার হবে চূড়ান্ত ভোট। ধারণা করা হচ্ছে, নিম্নকক্ষে বিলটি বিরোধীতার মুখে পড়তে পারে। কেননা, সেখানে প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরনের জোট সংখ্যালঘু।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply