যুক্তরাষ্ট্রের দেউলিয়া ব্যাংক ‘সিলিকন ভ্যালি’ কেনার আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক

|

মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং খাতে ২০০৮ সালের পর সিলিকন ভ্যালির বিপর্যয়কেই সবচেয়ে বড় ধস বলে মনে করা হচ্ছে। সোমবার (১৩ মার্চ) থেকে আবার খুলবে সিলিকন ভ্যালি ব্যাংকের সব শাখা। গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার ব্যবস্থা করবে এফডিআইসি। খবর হিন্দুস্তান টাইমস’র।

এদিকে বন্ধ হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংক কেনার আগ্রহ প্রকাশ করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, রকেট কোম্পানি স্পেসএক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

সম্প্রতি প্রযুক্তিপ্রতিষ্ঠান রেজারের প্রধান নির্বাহী মিন-লিয়াং তান এক টুইটার পোস্টে লেখেন, টুইটারের এসভিবি কিনে তা ডিজিটাল ব্যাংকে পরিণত করার কথা বিবেচনা করা উচিত। টুইটারের প্রধান ইলন মাস্ক এই টুইটের জবাবে জানিয়ে লিখেছেন, বিষয়টি নিয়ে তিনিও ভাবছেন।

এর আগে বুধবার এসভিবি জানায়, ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে তারা ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করবে। এ ঘোষণায় ব্যাংকের গ্রাহক ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরদিন ব্যাংকটির শেয়ারের দর ৬০ শতাংশ কমে যায়। গত বৃহস্পতিবার আমানতকারীরা তুলে নেন ৪ হাজার ২০০ কোটি ডলার। আর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা এসভিবি বন্ধ করে দেয়। ব্যাংকের সব আমানতের দায় এখন নিয়ন্ত্রক সংস্থার হাতে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply