জুন মাস থেকে প্রাথমিক স্তরে স্কুল ফিডিং চালু করা হবে: জাকির হোসেন

|

আগামী জুন মাস থেকে প্রাথমিক স্তরে স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

রোববার (১২ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, এই কর্মসূচি শিক্ষার্থীদের ঝরে পড়া এবং পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে মানসম্মত করে কারিকুলামের পরিবর্তনের পাশাপাশি শিক্ষক কর্মকর্তাদের প্রশিক্ষিত করা হচ্ছে। বদলি জটিলতা দূর করতে অনলাইনের মাধ্যমে এ সংক্রান্ত কাজ স্বচ্ছভাবে করা হচ্ছে। ২০৪১ সালের জন্য দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার মান উন্নয়নে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, চলতি মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগী শিক্ষার্থী ও সেরা শিক্ষক কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply