লন্ডনে অনলাইনে আত্মহত্যার ভিডিও শেয়ার করে ব্রিজ থেকে লাফ ১৩ বছরের কিশোরের

|

ছবি: সংগৃহীত

অনলাইনে আত্মহত্যার ভিডিও শেয়ার করে টাওয়ার ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন ১৩ বছর বয়সী এক কিশোর। খবর আরব নিউজ‘র।

প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির সময় লকডাউনে আটকে থাকার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ১৩ বছরের কিশোর জায়েদ আলী। লন্ডনের ইনার সাউথ করোনার কোর্টকে বলা হয়েছিল, জাহেদ আলী ২০২১ সালের ২০ এপ্রিল স্কুলে যাওয়ার জন্য একটি বাসে উঠেছিল। কিন্তু সে পরে বাস থেকে নেমে টাওয়ার ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে।

পরে ওই বালকের লাশ ৮দিন পর পশ্চিম লন্ডনের নদীর তীর থেকে উদ্ধার করা হয়। সে সময় তার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। যেখানে একটি গানের লিরিক লেখা ছিল। সাথে লেখা ছিল একটি মেয়ে আমাকে আত্মহত্যা করতে উদ্বুদ্ধ করেছে।

তদন্তে জানা গেছে, ওই বালক মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফলো করতো যিনি নিজেও ইউটিউবে কাউন্টডাউন পোস্ট করে আত্মহত্যা করেছেন।

জায়েদ আলীর বাবা বলেন, ছেলের মৃত্যু আমাকে বিস্মিত করেছে। কারণ তার আচরণ অস্বাভাবিক ছিল। সে একটি রোগে ভুগছিল। সে অধিকাংশ সময় তার রুমে সময় কাটাতো।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply