জিল্লুর রহমান পলাশ
অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া শিশু তোফা-তহুরার প্রথম জন্মদিন আজ পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে তোফা-তহুরার নানার বাড়িতে কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়।
এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা অস্ত্রোপচার টিমের কয়েকজন চিকিৎসক, রামজীবন ইউপি চেয়ারম্যান মো. খন্দকার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া তোফা-তহুরার বাবা-মা, নানা-নানীসহ আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
এরআগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক মাস ১০ দিন চিকিৎসা নিয়ে গত ১০ সেপ্টেম্বর রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের নানার বাড়িতে ফিরে আসে তোফা-তহুরা।
জন্মদিন উপলক্ষে তোফা-তহুরার মা শাহিদা বেগম বলেন, ‘তাদের জন্মের আজ এক বছর। অপারেশন ও চিকিৎসার পর তারা দু’জনে এখন সুস্থ আছে। তাদের দুজনের বেঁচে থাকার জন্য সকলের কাছে দোয়া চাই’।
গত বছরের ২৯ সেপ্টেম্বর কোমরে জোড়া লাগা অবস্থায় তোফা-তহুরার জন্ম হয়। তোফা-তহুরার বাবা দরিদ্র কৃষক বাবা রাজু মিয়া একই উপজেলার ঝিনিয়া গ্রামের বাসিন্দা।
যমুনা অনলাইন: জেডপি/টিবিজেড/টিএফ
Leave a reply