তেজগাঁওয়ে বস্তিতে আগুন: খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে শত শত মানুষের

|

রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া বস্তিতে আগুনে ভস্ম হয়ে গেছে সবকিছু। এতে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে সেখানকার বাসিন্দারা।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে কুনিপাড়া বস্তিতে গিয়ে এমন দৃশ্যের দেখা মিলে। গতকাল সোমবার রাতে বস্তিটিতে আগুন লাগে। বিমান বাহিনী ও ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টার পর সেখানে আগুন নিয়ন্ত্রণে আসে।

বস্তিটির বাসিন্দারা জানান, আগুন লাগার পর কোনো মতে প্রাণ নিয়ে ঘর ছেড়েছিলেন তারা। আগুন নেভার পর গিয়ে দেখেন, কিছুই আর অবশিষ্ট নেই। ঘরে থাকা আসবাবপত্র, টেলিভিশন, থালাবাসন সব পুড়ে গেছে। নগদ টাকাও খুঁইয়েছেন অনেকে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে ধ্বংসস্তুপ থেকে যে যা পারছেন, বের করার চেষ্টা করছেন। আবারও নতুন করে শুরুর আশা কুনিপাড়া বস্তিবাসীর।

এদিকে, স্থানীয়দের সহায়তায় রাতে আর সকালের খাবার পেয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহযোগিতা চান তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply