‘দেড় বছরে ২ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে’

|

আগামী দেড় বছরের মধ্যে দুই হাজার মেগাওয়াট সোলার বিদুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে চায় সরকার। এজন্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে বিদ্যুৎ ভবনে এক কর্মশালা শেষে এ কথা জানান তিনি। বলেন, কৃষি জমি নষ্ট না করে সোলার স্থাপন করা নিয়ে আলোচনা চলছে। একইসাথে রাজধানীতে কীভাবে সোলারের ব্যবহার বাড়ানো যায়, সে ব্যাপারেও পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

নসরুল হামিদ আরও বলেন, ১২ লাখ ডিজেল পাম্প রয়েছে। কীভাবে এটা সোলারে রূপান্তর করা যায় সে চেষ্টাও চলছে। গরমে প্রতিদিন ১শ’ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা বাড়ছে। আসছে রমজান ও গরমে নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহের চেষ্টা করছি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply