‘কৃতিত্ব বাংলাদেশের, এই জয় তাদের প্রাপ্য’

|

জস বাটলার। ফাইল ছবি।

বাংলাদেশে এসে ধবলধোলাই হতে হবে, এমনটা হয়তো ভাবেননি ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তবে এমন পারফরমেন্সকে দুর্ভাগ্যজনক হিসেবে বর্ণনা করে বাংলাদেশকে দিয়েছেন প্রাপ্য সম্মান। বলেছেন, কৃতিত্ব দিতে হবে বাংলাদেশকে। তারা আমাদের ছাপিয়ে গিয়েছে। এই জয় বাংলাদেশের প্রাপ্য।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় জস বাটলার বলেন, ফিল্ডিংয়ে কিছু সুযোগ নষ্ট করার পরও আমরা খেলায় ফিরে এসেছিলাম। উইকেটও বেশ ভালো আচরণ করেছে। তাছাড়া, বাংলাদেশকে যে রানের মধ্যে আটকে পেরেছিলাম সেটাও আমাদের অনুকূলেই ছিল।

ম্যাচের এক পর্যায়ে জস বাটলার ও ডাভিড মালানের ব্যাটিংয়ে মনে হচ্ছিল, হোয়াইটওয়াশ এড়ানোর কাজটা অন্তত মসৃণভাবেই সাড়তে যাচ্ছে ইংলিশরা। কিন্তু দুই বলে দুইজন আউট হয়ে যাওয়ার পরই ম্যাচের লাগাম নিয়ে নেয় টাইগাররা। সে প্রসঙ্গে বাটলার বলেন, দুই বলের মধ্যে দুই উইকেট হারানো সত্যিই খুব বাজে ফল এনেছে আমাদের জন্য। নিজের উপরও আমি হতাশ যে, কেন ডাইভ দিলাম না! এমন বাজে পারফরমেন্সের কারণে দলকে বেশ বড় মাশুল গুনতে হলো।

আরও পড়ুন: ইংলিশ রাজত্বের অস্ত গেলো ঢাকায়; টাইগারদের হাতে ধবলধোলাই ইংল্যান্ড

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply