মহান মুক্তিযুদ্ধের সময়ে অসাধারণ সব ছবির চিত্রগ্রাহক, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জালালউদ্দিন হায়দার- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, কিংবদন্তী এই ফটোসাংবাদিক তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে জালাল উদ্দিন হায়দার মৃত্যুবরণ করেন।
১৯৪১ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন জালাল উদ্দীন হায়দার। তিনি দৈনিক পয়গাম দিয়ে ফটোসাংবাদিক হিসেবে চাকরিজীবন শুরু করেন। তিনি সর্বশেষ দৈনিক জনকণ্ঠে কাজ করেছেন।
/এনএএস
Leave a reply