পঞ্চগড়ে গ্রেফতার আতংক, আরও দুটি মামলা দায়ের

|

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের আহমদীয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে ঘটা সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় নতুন আরও ২টি মামলা দায়ের করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় দায়েরকৃত মোট মামলার সংখ্যা দাঁড়ালো ২৬টিতে। নতুন করে আরও ৬ জনসহ এসব মামলায় মোট গ্রেফতার এখন ১৯৯ জন। 

বুধবার (১৫ মার্চ) সকালে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহমেদীয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতির ১২তম দিনে পঞ্চগড়ের পরিস্থিতি স্বাভাবিক বলে জানা গেছে। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও দোকানপাট খুলছে। স্বাভাবিক জেলার আইনশৃংখলা পরিস্থিতি। বুধবার সকাল থেকে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এখনও অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন।

শহরের বিভিন্ন সড়কে পিকআপে করে পুলিশের টহল অব্যাহত রয়েছে। পঞ্চগড় পৌরসভার আহমদ নগর এলাকায় এখনও সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃংখলা বাহিনী। তবে সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট, স্থানীয়দের মাঝে রয়েছে গ্রেফতার আতংক।

পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬টি মামলা হয়েছে।  এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে পুলিশের পাশাপাশি র‍্যাব নিয়োজিত রয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারীদের গ্রেফতার করা হচ্ছে। কোনো সাধারণ বা নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে না।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply