ওয়েব সিরিজ ‘ফারজি’ দেখে রাস্তায় টাকা ছিটিয়ে ইউটিউবার গ্রেফতার (ভিডিও)

|

নোট ছিটানোর ভাইরাল হওয়া সেই ভিডিও থেকে নেয়া ছবি।

ভারতের গুরগাঁওয়ের রাস্তায় টাকা ছিটিয়ে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ইউটিউবার জোরাভার সিং কালসি ও তার বন্ধু লাকি কম্বোজ। গ্রেফতারের পর পুলিশকে দেয়া স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছেন যে অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’ দেখেই তারা এমনটি করেছেন। যদিও পুলিশ তাদের বিরুদ্ধে বিপদজনক ড্রাইভিংয়ের অভিযোগ তুলেছে। খবর এনডিটিভির।

গত ২ মার্চ ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের ডিএলএফ গলফ কোর্স রোডে। সম্প্রতি তাদের টাকা ছেটানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

ভিডিওটিতে দেখা গেছে, লাকি কম্বোজ কালো রুমালে মুখ ঢেকে গাড়ির ট্রাংক থেকে রাস্তায় টাকা ছুঁড়ছেন। আর জোরাভার সিং তখন গাড়িটি ড্রাইভ করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে তারা নিজেরাই ভিডিওটি আপলোড করেন, যদিও তারা পরে সেটি ডিলিট করে দিয়েছেন। গ্রেফতারকৃতরা জানিয়েছেন, ফারজিতে দেখা জনপ্রিয় একটি দৃশ্যের অবতারণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হতেই তারা এ ঘটনা ঘটিয়েছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়া মাত্র গুরগাঁও পুলিশ একটি মামলা দায়ের করে। গাড়িটিকেও শনাক্ত করেন তারা। পরে দেখা যায়, গাড়িটি ইউটিউবার জোরাভারের।

এ প্রসঙ্গে গ্রেফতারকৃত ইউটিউবার জোরাভার সিং বলেন, আমরা মূলত অভিনয় করছিলাম। আর যেসব নোট ব্যবহার করা হয়েছে সেগুলো ফারজি (জাল)।

গুরগাঁওয়ের অ্যাডিশনাল পুলিশ কমিশনার বিকাশ কৌশিক এক বিবৃতিতে জানান, নতুন একটি ওয়েব সিরিজের জনপ্রিয় একটি দৃশ্যের অবতারণা করে রাস্তায় দুই ব্যক্তির নোট ছিটানোর একটি ভিডিও ভাইরাল হলে সেটি আমাদের নজরে পড়ে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, দুই ইউটিউবারের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি জামিনযোগ্য তাই তাদের ভক্তদের প্রত্যাশা খুব দ্রুতই মুক্তি পাবেন তারা। কিন্তু, গুরগাঁও পুলিশ বলছে, যারা এরকম বিপদজনক কাজ করে নিজের ও অন্যের জীবনকে বিপন্ন করেন তাদের বিরুদ্ধে আরও শক্ত ব্যবস্থা নেয়া উচিত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply