বাংলাদেশের জন্য সবসময়ই বড় চিন্তার নাম ফিল্ডিং। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে পুরো টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফিল্ডিং করেছে বাংলাদেশ। চোখে পড়ার মতো উন্নতি হয়েছে। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও দলের ফিল্ডিংয়ে দারুণ সন্তুষ্ট। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি বলেন, সম্ভবত এই দলটাই এশিয়ার সেরা ফিল্ডিং সাইড।
সাকিবের কথার পক্ষে প্রমাণও আছে বেশ। সিরিজ জুড়েই দুর্দান্ত ফিল্ডিং করেছে বাংলাদেশের খেলোয়াড়রা। জস বাটলারকে সরাসরি থ্রোয়ে রানআউট করে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, সেই ম্যাচেই বাংলাদেশের দুই ওপেনারই ‘জীবন’ পেয়েছে ইংলিশ ফিল্ডারদের হাতে, গ্রাউন্ড ফিল্ডিংয়েও বিশ্ব চ্যাম্পিয়নরা ছিল বেশ এলোমেলো।
কেন এমন দাবি করলেন সাকিব, তাও স্পষ্ট করে তিনি বলেন, সাধারণ যেকোনো মানুষেরই চোখে পড়েছে, তিন ম্যাচে কেমন ফিল্ডিং করেছি। ইংল্যান্ড এতো ভালো ফিল্ডিং দল, আমরা তাদের থেকে ভালো ফিল্ডিং করেছি। সেই জায়গা থেকে অনেক বড় একটা টিক মার্ক।
সাকিব আরও বলেন, আমি যদি সবকিছু বিবেচনায় নেই, আমাদের সবচেয়ে বড় উন্নতি হয়েছে ফিল্ডিংয়ে। যেটা আমাদের সবসময়ই করা উচিত। আমাদের দলের অন্তত পরিকল্পনা আছে, আমরা যেন ফিল্ডিংয়ে এশিয়ার সেরা দল হতে পারি। আমার মনে হয় না, আমরা খুব বেশি দূরে আছি। এই দলটা সম্ভবত এশিয়ার সেরা ফিল্ডিং দল।
এই কথা বলে খানিক রসিকতা করতেও ছাড়েননি বাংলাদেশ অধিনায়ক। পরের প্রশ্ন আসার আগে নিজেকে নিয়ে টিপ্পনি কেটে বলেন, ‘আমাকে বাদ দিলে যদিও’। তার কথায় হাসির রোল ওঠে সংবাদ সম্মেলন কক্ষে।
/আরআইএম
Leave a reply