মে-জুনে তিন ধাপে ৫ সিটিতে ভোট

|

নির্বাচন কমিশন। ফাইল ছবি।

আগামী ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যে তিন ধাপে ৫ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের মধ্যে ১২ দিন ব্যবধান থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। সে হিসাবে ঈদুল আজহার আগে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া সিটি করপোরেশনগুলো হলো গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা।

বুধবার (১৫ মার্চ) সকালে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানানো হয়। ইসি সচিব আরও জানান, নগরের এই ভোটে এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে। ইভিএম আর সিসিটিভি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে কমিশনের। অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় করলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে কতটি আসনে করা হবে তা পরবর্তীতে জানানো হবে।

প্রবাসীদের ভোটার করার বিষয়টিও এই সভার এজেন্ডায় ছিল বলে জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply