পূর্ব ঘোষণা ছাড়াই সিলেট বিভাগ এবং বগুড়া, বেনাপোল, জয়পুরহাট, ফেনীসহ বিভিন্ন জেলা থেকে বন্ধ করে দেয়া হয়েছে দূরপাল্লার বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার বিকেল থেকেই বিভিন্ন রুটে বাসের সংখ্যা কমতে থাকে। রাতে কোন ধরণের ঘোষণা ছাড়াই পুরোপুরি বাস চলাচল বন্ধ করে দেয়া হয় কয়েক জেলায়। এ নিয়ে বাস মালিক সমিতি বা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারাও স্পষ্ট করে কিছু বলছেন না।
এদিকে, ময়মনসিংহ থেকে দ্বিতীয় দিনের মতো ঢাকামুখী বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা।
Leave a reply