জনপ্রিয় শিশু সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালকে মৃত দেখাচ্ছে বাংলা উইকিপিডিয়া। সেখানে তাঁর জন্ম তারিখ লেখা রয়েছে ২৩ ডিসেম্বর, ১৯৫২। পাশে মৃত্যু সন ২৯ জুলাই, ২০১৮ লেখা রয়েছে। যদিও তিনি এখনো বেঁচে আছেন। ২ আগস্ট ১১টা ৩৪ মিনিটে এ তথ্য সংযোজন করা হয়। এদিকে ইংরেজি উইকিপিডিয়াতে এধরনের তথ্য পাওয়া যায়নি।
উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। যেকেউ এখানে লিখতে পারে। বস্তুনিষ্ঠ উৎস থেকে নেয়া তথ্যগুলোই এখানে স্থান পায়। তবে উৎস ঠিক না থাকলে এই তথ্য মুছে ফেলা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলা উইকিপিডিয়ার সাইটে তথ্যটি পাওয়া যাচ্ছিলো।
এর আগে ২৪ জুন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকেও মৃত দেখিয়েছিলো উইকিপিডিয়া। পরে তথ্যটি মুছে ফেলা হয়েছিলো।
যমুনা অনলাইন: এফএম
Leave a reply