সড়কে যখন মৃত্যুর মিছিল তখন গোপালগঞ্জ জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ নজর কেড়েছে অনেকের। দুর্ঘটনারোধে চালক ও পথচারীদের সচেতন করতে রাস্তার দুই পাশে সতর্কতা ও শিক্ষামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। যা এরইমধ্যে ব্যাপক সাড়াও ফেলেছে। এমন উদ্যোগ মহাসড়ককে নিরাপদ করতে পারে বলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের ৭০ কিলোমিটার এলাকায় চালক-পথচারীদের সচেতন করতে লাগানো হয়েছে শিক্ষামূলক বাণী সম্বলিত বিলবোর্ড। জেলা প্রশাসনের এমন উদ্যোগে কোনো সুফল আসছে কিনা জানতে চাইলে চালকরা জানান, দ্রুত গাড়ি চালানোর সময় যখনই চোখে পড়ছে সচেতনতামূলক লেখাগুলো, সাথে সাথে তারা নিয়ন্ত্রণে আনছেন গতি।
এদিকে সড়কে চলাচলকারীরাও জেলা প্রশাসনের এমন উদ্যোগে খুশি। তারা বলছেন, এমন বিলবোর্ড সড়ক দুর্ঘটনা কমাতে সহায়তা করবে। উপকৃত হবে সাধারণ মানুষ।
চলতি বছরের সাত মাসে গোপালগঞ্জ জেলায় ৪০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে ৬৬ জনের।
জেলা প্রশাসক মোখলেছুর রহমান সরকার বলেছেন, প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি এ উদ্যোগ পাল্টে দিতে পারে সড়কের চেহারা।
Leave a reply