নিরাপদ সড়কের জন্য আইন প্রয়োগের বিকল্প নেই। তাই সর্বোচ্চ শাস্তির বিধান রেখে দ্রুত আইন প্রণয়নের দাবি জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়কের দাবিতে শোভাযাত্রা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন। শোভাযাত্রাটি মতিঝিল থেকে শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
সেখানে তারা মানববন্ধন করেন। এতে ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি সংগঠন যোগ দেয়। পরে সাংবাদিকদের ইলিয়াস কাঞ্চন বলেন, ২৫ বছর ধরে নিরাপদ সড়কের জন্য যে আন্দোলন চলছে তা এখন সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়েছে।
Leave a reply