সায়েন্সল্যাবের বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৫

|

রাজধানীর সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দগ্ধ জহুর আলী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫।

এর আগে গত ৫ মার্চ সকাল ১০টা ৫২ মিনিটে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে শিরিন ম্যানসনের তিনতলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায় এবং ভবনটির কিছু অংশ ধসে পড়ে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়।

অবশ্য এ ঘটনার সাথে কোনো সন্ত্রাসী চক্র জড়িত নেই বলে জানিয়েছে পুলিশ। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল জানিয়েছে, ভবনের পয়ঃনিষ্কাশন লাইনের ভেতরে গ্যাস জমে থাকায় বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় গত ৭ মার্চ পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। নিউমার্কেট থানায় আগে থেকেই একটি সাধারণ ডায়েরি ছিল। সেটিই অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply