চাপে ইমরান খান; আদালতে হাজিরা দিতেই হবে

|

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। ছবি: সংগৃহীত।

যেকোনো মূল্যে শনিবার আদালতে হাজিরা দিতে হবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) এ ইস্যুতে মুচলেকা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধানের আইনজীবীরা। খবর রয়টার্সের।

আলোচিত তোশাখানা মামলায় ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা বাতিলে ইসলামাবাদ আদালতে আপিল করেছিলেন তারা। দাবি, লাহোর থেকে রাজধানী আসার পথে নিরাপত্তা হুমকিতে পরবেন সাবেক প্রধানমন্ত্রী। তবুও আবেদন নাকচ করেছেন বিচারপতি।

গেলো বুধবার থেকেই ইমরান খানের বাসভবন ঘেরাও করে রেখেছে পুলিশ ও রেঞ্জার্সদের বিশাল বহর। কিন্তু পিটিআই নেতাকর্মীদের বাধার মুখে পরেছেন তারা। চারপাশে কন্টেইনার ও পাথর ফেলে সৃষ্টি করা হয়েছে অবরোধ।

ইমরান খানও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, গ্রেফতারের অজুহাতে তাকে হত্যা করতে চায় স্বার্থান্বেষী একটি মহল। গেলো বছরই অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে হঠানোর পর ইমরান খানের বিরুদ্ধে কয়েক ডজন মামলা দায়ের করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply