তিন নতুন মুখ নিয়ে ফ্রান্স দল ঘোষণা

|

ছবি: সংগৃহীত

তিন নতুন ফুটবলারকে দলে নিয়ে ইউরো কোয়ালিফাইয়ারের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমস।

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বৃহস্পতিবার (১৬ মার্চ) ২৩ সদস্যের দল দিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। দলে নতুন মুখ আছেন তিনজন। তারা হলেন চেলসির সেন্টার-ব্যাক ভেসলে ফোফানা, নিসের মিডফিল্ডার কিফহেন থুরাম ও লসের গোলরক্ষক ব্রিস সাম্বা।

আর্জেন্টিনার কাছে বিশ্ব সেরার মসনদ হারানোর পর অবসর নিয়েছেন ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস। তাই নতুন অধিনায়কের খোঁজে আছে ফরাসিরা। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে।

ছবি: সংগৃহীত

দলে ডাক পাওয়া কিফহেন থুরাম ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য লিলিয়ান থুরামের ছেলে। কিফহের ভাই মার্কাস থুরাম আগে থেকেই দলে আছেন। দেশের রেকর্ড গোলদাতা অলিভিয়ে জিরুদকেও দলে রেখেছেন ফরাসি কোচ। বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর না নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৩৬ বছর বয়সী এ ফরোয়ার্ড।

ফ্রান্স দল: আলফোনসে আরিওলা (ওয়েস্ট হ্যাম), মাইক ম্যাগনান (এসি মিলান), ব্রাইস সাম্বা (লেন্স), এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ওয়েসলি ফোফানা (চেলসি), থিও হার্নান্দেজ (এসি মিলান), ইব্রাহিমা কোনাটে (লিভারপুল), জুলেস কুন্দে (বার্সেলোনা), বেঞ্জামিন পাভার্ড (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল), উপমেকানো (বায়ার্ন) মিউনিখ), ইউসুফ ফোফানা (মোনাকো), অ্যাড্রিয়েন রাবিওট (য়্যুভেন্তাস), অরেলিয়েন চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), জর্ডান ভেরেটআউট (ওএম), খেফ্রেন থুরাম (নাইস), কিংসলে কোম্যান (বায়ার্ন মিউনিখ), অলিভিয়ের জিরুদ (এসি মিলান), গ্রিজম্যান (অ্যাটলেটিকো), কোলোমুয়ানি (ফ্রাঙ্কফুর্ট), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), মার্কাস থুরাম (মনচেংগ্লাদবাখ) এবং মুসা দিয়াবি (লেভারকুসেন)।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply