তীব্র বিক্ষোভ-বিরোধীতাকে বুড়ো আঙুল ম্যাকরনের, ভোটাভুটি ছাড়াই বিতর্কিত বিল পাসের অনুমতি

|

ফ্রান্সের পার্লামেন্টে ভোটাভুটি ছাড়াই নির্বাহী ক্ষমতার জোরে বিতর্কিত ‘অবসরের বয়সসীমা’ বৃদ্ধি করেছে ইমান্যুয়েল ম্যাকরন সরকার। এতে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়েছে নতুন মাত্রায়। এরই জেরে ম্যাকরনের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব এনেছেন বিরোধী দলের এমপিরা। খবর বিবিসির।

গত দু’মাস ধরেই অনিশ্চয়তায় ছিল ‘পেনশন সংস্কার’ প্রস্তাবনা। গণ-আন্দোলন আর এমপিদের বিরোধীতার কারণে সেটি পাস করা যাচ্ছিলো না। বৃহস্পতিবারও (১৬ মার্চ) পার্লামেন্টে খসড়া বিলের ওপর ভোটাভুটি ছিল। তবে এর আগেই, সংবিধানের ৪৯ নম্বর অনুচ্ছেদ অনুসারে ভোটগ্রহণ এড়িয়ে প্রস্তাবনা পাসের অনুমতি দেন ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ। আর তাতে এমপিরা অধিবেশনের মধ্যেই অসন্তোষ প্রকাশ করেন। সরকারের এ হঠকারী সিদ্ধান্তে এতটাই ক্ষিপ্ত হন বিরোধী এমপিরা, যে তারা ওই অধিবেশনেই প্রেসিডেন্টকে হঠাতে অভিশংসনের প্রস্তাব তোলেন।

এদিকে, এ খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী প্যারিসে পুলিশের সাথে দফায়-দফায় সংঘাতে জড়ান বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২০ জনকে আটক করে পুলিশ। অন্য শহরগুলোও এ আইনের বিরোধীতায় নেমেছে রাস্তায়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply