রাশিয়া ছাড়া গতি নেই: অর্থনৈতিক সংকট নিয়ে পশ্চিমাদের উপহাস পুতিনের

|

অর্থনৈতিক সংকট নিয়ে পশ্চিমা নেতাদের উপহাস করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ছাড়া মিটবে না খাদ্য সংকট এমন কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার (১৬ মার্চ) এক বক্তব্যে এমনটাই ইঙ্গিত দেন পুতিন। খবর ইন্ডিয়া টুডের।

এ সময় পুতিন বলেন, মূল্যস্ফীতির কারণে পশ্চিমা নেতারা দেশবাসীকে টমেটো, লেটুসের বদলে শালগম খেতে বলছেন। কিন্তু শালগমও তো তাদের দেশে তেমন উৎপাদন হয় না। এটার জন্যও তাদেরকে রাশিয়ার দিকেই তাকিয়ে থাকবে হবে। কারণ গোটা ইউরোপে উৎপাদিত মোট ফসলকে আমরা একাই ছাড়িয়ে গেছি।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাজ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট। তাই ক্রেতা প্রতি ৩টি করে শশা-টমেটোসহ সবজি কেনার নিয়ম চালু করেছে দেশটি। সেই সাথে যেসব লেটুসের বদলে শালগম খাওয়ার পরামর্শও দেয়া হয়। এরই জেরে সুযোগ বুঝে উপহাস করেছেন পুতিন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply