যাত্রী সংকটের কারণে আজও বাংলাদেশ বিমানের তিনটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। আজ সৌদিআরবের উদ্দেশ্যে ১১টি ফ্লাইট যাওয়ার কথা ছিলো।
এ নিয়ে হজযাত্রার ২১ দিনে মোট ১০টি ফ্লাইট বাতিল হলো। এতে শেষ দিকে বাড়তি চাপে অনিশ্চিয়তায় পড়তে পারে কয়েক হাজার মুসল্লির সৌদি যাত্রা।
১৫ আগস্টের মধ্যে যাওয়ার কথা ১ লাখ ২৬ হাজার ৭’শ ৭৮ জন হজযাত্রীর। তবে গতবারের তুলনায় হজযাত্রীদের ভোগান্তির অভিযোগ অনেক কম। তারপরও সবকিছু সুষ্ঠুভাবে শেষ করতে তৎপর হজ অফিস ও হাব।
যমুনা অনলাইন: কেআর
Leave a reply