সহকারী পুলিশ সুপার মশিয়ারকে অব্যাহতি

|

চট্টগ্রামে শাহ আমানত সেতুর টোলপ্লাজায় ভাঙচুর এবং টোলপ্লাজার কর্মকতা-কর্মচারীদের মারধরের ঘটনায় অভিযুক্ত সহকারী পুলিশ সুপার মশিয়ার রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে।

সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যায়, আজ শুক্রবার দুপুরে পুলিশ কর্মকর্তা মশিয়ার রহমান গাড়ি নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি সাদা পোশাকে ছিলেন। টোল নেয়ার জন্য তার গাড়ি দাঁড় করালে হঠাৎ তিনি গাড়ি থেকে নেমে হেঁটে এসে বুথের গ্লাসে লাথি মেরে গ্লাস ভেঙে ফেলেন। এসময় তার হাতে একটি লাঠিও থাকতে দেখা যায়।

পরে বুথে দায়িত্বে থাকা টোল কর্মকর্তাদের মারধর করেন এবং তাদেরকে টেনে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টাও করতে দেখা যায় তাকে।

পরে তিনি তার গাড়ির সামনে থাকা অন্যান্য গাড়িগুলো টোলগ্রহণ ছাড়া ছেড়ে দিতে বাধ্য করেন। মশিয়ার রহমান মিরসরাই সার্কেলের এএসপি বলে জানা গেছে।

যমুনা অনলাইন: কেআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply