ইমরান খানের হাজিরা, রণক্ষেত্র আদালত প্রাঙ্গণ

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

আলোচিত তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের হাজিরাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইসলামাবাদ হাইকোর্টে প্রাঙ্গণ। খবর আলজাজিরার।

শনিবার (১৮ মার্চ) বিকেলের দিকে ইসলামাবাদস্থ হাইকোর্ট চত্বরে পৌছায় ইমরান খানকে বহনকারী গাড়ি বহর। এ সময় তার গাড়ি বহরকে বাধা দেয় নিরাপত্তা বাহিনী, ছোড়া হয় টিয়ারগ্যাস। লাঠি চার্জ করা হয় সেখানে উপস্থিত পিটিআই নেতা কর্মীদের ওপর।

ইমরান খানের অভিযোগ, আমাকে হাজিরা দিতে বাধা দেয়ার উদ্দেশ্যেই এ হামলা চালিয়েছে পুলিশ।

এর আগে, সকালে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দেন ইমরান। গ্রেফতারি পরোয়ানা স্থগিতের পরই আদালতে হাজিরা দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। এর আগে, কয়েক দফা হাজিরা না দেয়ায়, তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়। শুক্রবার (১৭ মার্চ) লাহোর হাইকোর্ট অন্য ৯ মামলায় আগাম জামিন দেয় ইমরানকে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply