১ রানের শ্বাসরুদ্ধকর জয়ে শিরোপা ধরে রাখলো লাহোর কালান্দার্স

|

ছবি: সংগৃহীত

পিএসএল ফাইনালে মুলতান সুলতানসের বিপক্ষে ১ রানের শ্বাসরুদ্ধকর জয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। তাদের ৬ উইকেটে গড়া ২০০ রানের জবাবে ৮ উইকেটে ১৯৯ রানে থামে মুলতান।

ঘরের মাঠে লাহোরের ইনিংসে সেরা পারফরম্যান্স করেন আব্দুল্লাহ শফিক। ৪০ বলে তিনি করেন ৬৫ রান। এর আগে মির্জা বেইগের ১৮ বলে ৩০ ভালো শুরু এনে দেয় লাহোরকে। মাত্র ১৫ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৪ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক শাহীন আফ্রিদি।

২০১ রানের লক্ষ্যে শেষ ৫ ওভারে ৬০ রানের দরকার ছিল মুলতানের, হাতে ছিল ৭ উইকেট। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি; বৃথা যায় রাইলি রুশোর ৫২ রানের ইনিংস। ১৮তম ওভারে ফাইনাল সেরা শাহীন আফ্রিদি হিসাবনিকাশ ওলট-পালট করে দেন বল হাতে তিন উইকেট নিয়ে। অবিশ্বাস্য জয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আকিব জাভেদের কোচিংয়ে বদলে যাওয়া লাহোর।

আরও পড়ুন: ‘অভিষেকে এতো রান, চিন্তাই করিনি’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply