রাজধানীর ডেমরায় প্রেম সংক্রান্ত দ্বন্দ্বে দুই যুবককে কুপিয়ে জখম

|

প্রেম সংক্রান্ত বিষয়ে রাজধানীর ডেমরায় দুই যুবককে কোপানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের একজনের নাম রাজু, অপরজন ইমন। দুজনই ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে স্টাফ কোয়ার্টারে একটি পেট্রোল পাম্পের সামনে ঘটে এ ঘটনা। এ সময় ১০-১৫ জনের একটি দল তাদের ওপর আক্রমণ করে। হামলাকারীদের মধ্যে তানভীর নামে একজন ছিল বলে জানায় আহত রাজুর বন্ধু হোসেন। তিনিই আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনের আঘাতই গুরুতর। রাজুর হাঁটুর ওপরে ও পেটে গভীর ক্ষত আছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply